Ekti samanyo chithi Kobita poem lyrics একটি সামান্য চিঠি – কৃষ্ণা বসু
শ্রীচরণকমলেষু মাগো, কেমন রয়েছ তুমি কিছুই জানি না। আমি ভালো নেই, কিছু মাত্র ভালো নেই। আমি কি সমস্ত ছেড়ে চলে যাবো, মাগো? কার কাছে যাবো, বলো, কে রয়েছে আমাকে নেবার! তুমিও আশ্রিত জানি দাদার সংসারে, ‘জুতিয়ে বেঁকিয়ে দেব মুখ’,…