Ek alik sohorer goppo kobita এক অলীক শহরের গপ্পো – কৃষ্ণ ধর
এ যেন এক অলীক শহরের গপ্পো তার ঘর বাড়িগুলো দেখতে ঝকঝকে যেন বা ডানা মেলে এখুনি উড়ে এসেছে অন্য গ্রহ থেকে। তাদের এক ঝুল-বারান্দায় লম্বা জোব্বা আর মেঘের টুপি পরে দাঁড়িয়ে শিস দিচ্ছেন শহরের মেয়র। রাস্তায় রাস্তায় উজ্জ্বল রূপোলি…