Ramsukh Tewari kobita রামসুক তেওয়ারী কবিতা কুমুদরঞ্জন মল্লিক
এসেছিল এই দেশে রামসুক তেওয়ারি— অধিবাসী হবে বুঝি ‘বুন্দী’ কী ‘রেওয়া’রি! বুক ছিল কি দরাজ, কী গভীর পেটটি! ভুট্টার ছাতু খেত, সের দুই লেট্টী। আধসের চানা খেত চিবাইয়া দন্তে, মিছরির শরবৎ কুস্তির অন্তে। বাঙলায় কাটাইয়া গোটা দুই বর্ষা রামসুক…