Lal akhar kobita Shyamal Singha : লাল অক্ষর – শ্যামল সিংহ
মনে পড়ছে লাল সোয়েটার
সোয়েটারের শরীর জুড়ে ছিল
একটি মেয়ের অজস্র লাল চুমু
সোয়েটার উড়তে উড়তে পার হয়ে গেছে
নদী নালা পাহাড় পর্বত
হু হু করে শীত বাড়ছে
ভাঙা দাঁতের মতো পড়ে আছে লাল অক্ষর
Subscribe
0 Comments
Oldest