Lal molater boiguli kobita লাল মলাটের বইগুলি – নির্মলেন্দু গুণ
এত লাল আমি কোথাও দেখি নি।
ফুলে বা অস্তরাগে,
যত লাল দেখি তার চেয়ে বেশী
এই লাল চোখে লাগে।
রক্তে এ লাল আগুন ছড়ায়
চেতনাকে করে সংহত,
জড় দর্শন খুলে দেয় জটা
ছন্দের জালও অংশত।
বর্ণশ্রেষ্ঠ এই লাল জানে
প্রলেতারিয়েত কী সে চায়,
ভেতরের কালাে বর্ণমালারা
যে বিদ্রোহ জানে হায়!
এই লাল জানে সর্বহারার
কাস্তে-হাতুড়ি-চাঁদের ছন্দ,
বুর্জোয়া সব করে কলরব
তােলে শিল্পের বাতিল দন্দ্ধ।
বুঝি বাবুদের লাল রক্তের
পড়ে গেছে খুব টানাটানি,
শুরু হয়ে গেছে যুদ্ধ ভীষণ
সম্মুখে রণ আছেই জানি।
কমরেড লাল চেতনার রঙে
রাঙা রক্তিম বিশ্বের,
পদধ্বনি বাজে আমার রক্তে
হুংকার শুনি নিঃস্বের।
বুঝি মজুরের কিষাণের হাতে
ঝলমল করা খড়গের,
দিন আসে ঐ মাভৈঃ মাভৈঃ
কাপে ঈশ্বর স্বর্গের।