Log in kobita Ishita Bhaduri লগ ইন – ঈশিতা ভাদুড়ী
বাসস্টপে গোপন অপেক্ষা বিস্মৃতির জলে আজ
সাদা খামে নীল চিঠি লেখে না কেউ আর
পেন পেন্সিল আজ দূরে নির্বাক ভূমিকায়
দিনভর এসএমএস আর ফেসবুকে হিজিবিজি
ইডেনে বা লেকে পাশাপাশি বসে না কেউ আর
ইমেল জিমেল চ্যাটিং আমরা এখন দিনরাত লগইন
Subscribe
0 Comments
Oldest