Kuri bochor fire petam jodi kobita কুড়ি বছর ফিরে পেতাম যদি কবিতা
কুড়ি বছর ফিরে পেতাম যদি নতুন করে সাজিয়ে নিতাম ঘুঁটি আমি তখন পঁচিশ বসন্তের যেন ভিনাস, সাগর থেকে উঠি। কুড়ি বছর ফিরে পেতাম যদি অন্য কোনও জীবন বেছে নিতাম ঘূর্ণি তুলে হেঁটে যেতাম চাঁদে তারায় তারায় উঠত জ্বলে…