ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (কবিতা) – মণিভূষণ ভট্টাচার্য
এখনো পূর্ণিমা রাত্রে আলো হয়। আলোর স্বভাবে স্খলিত তরঙ্গধ্বনি বুনো ঝোপে কিংবা চূর্ণ পাথরের দেশে ছিন্নভিন্ন জনপদে; বস্তিতে আসল অন্ধকারে ধনুষ্টঙ্কারের বীজ বেড়ে ওঠে, কারণ শতাব্দী জুড়ে বাঘা ইস্ট ইন্ডিয়া কোম্পানী কয়েকটি কুটিল অশ্ব রেখে গিয়েছিল, ব্যক্তি কিংবা শ্রেণীগতভাবে…