Choturdoshi kobita Manindra Ray চতুর্দশী কবিতা মণীন্দ্র রায়
তোমার সমীপে যেতে নষ্ট হল সমস্ত জীবন পাশপোর্টহীন একা অনাগরিকের বহিষ্কারে ; শূন্যের ঘণ্টার আজো প্রতিধ্বনি প্ৰহত এমন তোমারই আশ্রয় খোঁজে অনিদ্রার রাত্রির কান্তারে। কী জানি কী অপরাধে অর্ধপথে ধ্বসে গেল সেতু, নিশ্চিত কক্ষের বাইরে আঁকি ব্যর্থ দীর্ঘ প্যারাবোলা,…