Manush kobita Birendra Chattopadhyay মানুষ – বীরেন্দ্র চট্টোপাধ্যায়
তার ঘর পুড়ে গেছে
অকাল অনলে ;
তার মন ভেসে গেছে।
প্রলয়ের জলে।
তবু সে এখনাে মুখ
দেখে চমকায়,
এখনাে সে মাটি পেলে
প্রতিমা বানায় ।
Subscribe
0 Comments
Oldest