Hiku kobita Siter surjo : শীতের সূর্য – মাৎসুও বাশো (হাইকু কবিতা)
(হাইকু কবিতা) ১. শীতের সূর্যঘোড়ার পিঠে- আমার জমে যাওয়া ছায়া। ২. প্রথম শীতের বৃষ্টি-এমন কী বাঁদরেরও যেন বর্ষাতির প্রয়োজন। ৩. মানুষের বিষণ্ণতা নয়,কোকিলতোমার একাকী রোদন। ৪. এই হেমন্তেআমি কেন বুড়িয়ে যাচ্ছি?পাখি লুকোয় মেঘের আড়ে।