মেঘের ঝালর (কবিতা) – অজিত বাইরী Megher jhalor poem Ajit Bairi

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

মেঘের ঝালর (কবিতা) - অজিত বাইরী Megher jhalor poem Ajit Bairi

 

বাড়ির চাদ্দিকে নেমে এসেছে মেঘের ঝালর ;

মনে হল, বাড়ি তো নয়, বিমূর্ত কবিতা !

দিনের আলো নিভতে-না-নিভতে নিবিড়

হয়েছে আঁধার, শ্রাবণ-শেষের সন্ধ্যা—

সবকিছু আড়াল হবার আগেও একচিল্ তে

কনে-দেখা-আলোয় সাদা কবুতরের মতো

এই আমার বাড়ি। জুঁইলতা কিছু বলবে বলে

গ্রিলের ফাঁক দিয়ে চলে এসেছে ভেতরে

কলম হাতে বাইরের আকাশে তাকাই

অঝোর ধারা নামল বলে… বৃষ্টি, না মায়াবী অক্ষর !

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।