Mejaj kobita মেজাজ কবিতা – সুভাষ মুখোপাধ্যায়

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Mejaj kobita Shubhash Mukhopadhyay মেজাজ কবিতা - সুভাষ মুখোপাধ্যায়

 

থলির ভেতর হাত ঢেকে

শাশুড়ি বিড়বিড় বিড়বিড় করে মালা জপছেন;

বউ

গটগট গটগট করে হেঁটে গেল।

 

আওয়াজটা বেয়াড়া; রোজকার আটপৌরে নয়।

যেন বাড়িতে ফেরিওয়ালা ডেকে

শখ করে নতুন কেনা হয়েছে।

 

সুতরাং

মালাটা থেমে গেল; এবং

চোখ দুটো বিষ হয়ে

ঘাড়টাকে হেলিয়ে দিয়ে যেদিকে বউ যাচ্ছিল

সেইদিকে ঢলে পড়ল।

নীচের চোয়ালা সামনে ঠেলে

দাঁতে দাঁত লাগল।

পরমুহূর্তেই শাশুড়ির দাঁত চোখ ঘাড় চোয়াল

যে যার জায়গায় ফিরে এল।

তারপর সারা বাড়িটাকে আঁচড়ে আঁচড়ে

কলতলায়

ঝমর ঝম ঘনর ঘন ক্যাঁচ ঘ্যাঁষঘিঁষ ক্যাঁচর ক্যাঁচর

শব্দ উঠল।

বাসনগুলো কোনোদিন তো এত ঝাঁঝ দেখায় না-

বড় তেল হয়েছে।

 

ঘুরতে ঘুরতে মালাটা দাঁড়িয়ে পড়ল।

নোড়া দিয়ে মুখ ভেঙে দিতে হয়-

মালাটা একবার ঝাঁকুনি খেয়ে

আবার চলতে লাগল।

 

নাকে অস্ফুট শব্দ ক’রে

থলির ভেতর পাঁচটা আঙুল হঠাৎ

মালাটার গলা টিপে ধরল।

মিনসের আক্কেলও বলিহারি!

কোথ্বেকে এক কালো অলুক্ষণে

পায়ে ক্ষুরঅলা ধিঙ্গী মেয়ে ধরে এনে

ছেলেটার গলায় ঝুলিয়ে দিয়ে চলে গেল।

কেন? বাংলাদেশে ফরসা মেয়ে ছিল না?

বাপ অবশ্য দিয়েছিল থুয়েছিল-

হ্যাঁ, দিয়েছিল!

গলায় রসুড়ি দিয়ে আদায় করা হয়েছিল না?

 

এবার মালাটাকে দয়া করে ছেড়ে দেওয়া হল।

শাশুড়ির মুখ দেখে মনে হচ্ছিল

থলির ভেতর হাত ঢুকিয়ে দিয়ে এই সময়ে

কী যেন তিনি লুকোচ্ছিলেন।

একটা জিনিস-

ক’মাস আগে বউমা

মরবার জন্যে বিষ খেয়েছিল।

ভাশুরপো ডাক্তার না হলে

ও – বউ এ – বংশের গালে ঠিক চুনকালি মাখাত।

কেন? অসুখ করে মরলে কী হয়?

ঢঙি আর বলেছে কাকে!

 

হাতে একরাশ ময়লা কাপড় নিয়ে

কালো বউ

গটগট গটগট করে সামনে দিয়ে চলে গেল।

 

নাঃ, আর বাড়তে দেওয়া ঠিক নয়।

‘বউমা-’

‘বলুন।’

উঁহু, গলার স্বরটা ঠিক কাছা- গলায়- দেওয়ার মতো নয়,

বড্ড ন্যাড়া।

হঠাৎ এই দেমাক এল কোথ্বেকে?

বাপের বাড়ির কেউ তো

ভাইফোঁটার পর আর এদিক মাড়ায় নি?

 

বাড়িটা যেন ঝড়ের অপেক্ষায়

থম থম করছে।

ছোট ছেলে কলেজে;

মেজোটি সামনের বাড়ির রোয়াকে বসে

রাস্তায় মেয়ে দেখছে;

ফরসা ফরসা মেয়ে

বউদির মতো ভূশুণ্ডি কালো নয়।

 

বালতি ঠনঠনিয়ে

বউ যেন মা-কালীর মতো রণরঙ্গিনী বেশে

কোমরে আঁচল জড়িয়ে

চোখে চোখ রেখে শাশুড়ির সামনে দাঁড়াল।

 

শাশুড়ির কেমন যেন

হঠাৎ গা ছমছম করতে লাগল।

তাড়াতাড়ি থলির মধ্যে হাতটা লুকিয়ে ফেলে

চোখ নামিয়ে বললেনঃ  আচ্ছা থাক, এখন যাও।

বউ মাথা উঁচু করে

গটগট গটগট করে চলে গেল।

 

তারপর একা একা পা ছড়িয়ে বসে

মোটা চশমায় কাঁথা সেলাই করতে করতে

শাশুড়ি এ-ফোঁড় ও-ফোঁড় হয়ে ভাবতে লাগলেন

বউ হঠাৎ কেন বিগড়ে গেল

তার একটা তদন্ত হওয়া দরকার।

তারপর দরজা দেবার পর

রাত্রে

বড় ছেলের ঘরে আড়ি পেতে

এই এই কথা কানে এল-

 

বউ বলেছেঃ ‘একটা সুখবর আছে।’

পরের কথাগুলো এত আস্তে যে শোনা গেল না।

খানিক পরে চকাস চকাস শব্দ,

মা হয়ে আর দাঁড়াতে লজ্জা করছিল।

কিন্তু তদন্তটা শেষ হওয়া দরকার-

বউয়ের গলা; মা কান খাড়া করলেন।

বলছেঃ ‘দেখো, ঠিক আমার মতো কালো হবে।’

এরপর একটা ঠাস করে শব্দ হওয়া উচিত।

ওমা, বউমা বেশ ডগমগ হয়ে বলছেঃ

‘কী নাম দেব, জান ?

আফ্রিকা।

কালো মানুষেরা কী কাণ্ডই না করছে সেখানে।’

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।