Meyeti elo poem lyrics মেয়েটি এল কবিতা – রুদ্র গোস্বামী
সন্ধ্যা আকাশে সবে পূর্ণিমা তখন, মেয়েটি এল।
কপালে হলুদ আলাে, হাতে নানা রং জারবেরা।
বন্ধ হলে দুচোখের পাতা যেমন কাছাকাছি আসে
তেমন হাতে হাত রেখে বলল আমাকে,
‘এ ফুল তােমাকে মানায়, কবি তুমি সুন্দর’।
মেয়েটি আমাকে বলল সুন্দর,
সুন্দরকে তাে আমি এমন করে কখনও আগে দেখিনি!
বললাম একটি ফুল দাও, আমি নিয়ে যাব।
সে জানাল ‘একটি নয়, এই সব রং এই সব ফুল তােমার
কবি এ ফুল তােমাকে মানায়,
একটি মাত্র রং আমি তােমাকে দেব না।
দেখলাম মেয়েটির মন আছে।
মেয়েটি যেভাবে আমাকে রং চেনাল।
এর আগে সেভাবে কখনাে তাে আমি রং চিনিনি!
মেয়টি দাঁড়িয়েছিল বৃষ্টি প্রথম ছুঁয়েছে এমন মুগ্ধ নগরীর মতাে।
বললাম কেমন আছ?
উত্তরে জানাল, ‘কবি বহুদিন খুঁজেছি তােমাকে,
তুমি আমার প্রথম বিস্ময়!
আমি মুগ্ধ কবি, এ বিস্ময় তােমাকে মানায়।
দেখলাম মেয়েটির মন আছে।
মেয়েটি যেভাবে আমাকে মুগ্ধ হতে শেখাল।
সেভাবে মুগ্ধ হতে তাে এর আগে আমি কখনও শিখিনি!
যাওয়ার আগে তাঁর পায়ে ছিল ঝিনুকের গতি
ঠোঁটে জিজ্ঞাসা ছিল, ‘যদি দেখা না হয়?
যদি আর কখনও দেখা না হয়?
কবি আমি ভালােবাসােতে শিখিনি?’
মেয়েটি মন নিয়ে ফুল নিয়ে রং নিয়ে
যেভাবে আমাকে ভালােবাসতে এল।
ভালােবাসাকে এভাবে তাে এর আগে কখনও আমি চোখে দেখিনি!
বললাম দাঁড়াও, কথা শােনাে, কী নাম রাখব তােমার?
দূর থেকে বলল মেয়েটি,
‘কবি বহু দূরে থাকি, আবার দেখা হলে, তুমি ডেকো তুই’।