Monkarani poem lyrics মনকাড়ানি (কবিতা) – দেবব্রত সিংহ

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Monkarani kobita lyrics মনকাড়ানি - দেবব্রত সিংহ

মেলাতলায় পথম দেখা

চৈত গাজনের মেলাতলায়

তাের পড়ছে মনে

ও মনকাড়ানি

সে ছিল এক সূয্যিডোবা অবেলা

সে ছিল এক বেলাঢলানি মেলা

চুড়িওয়ালা ফিতাওয়ালা বাঁশিওয়ালা নাগরদোলা

জিলিপি পাঁপড় আর চপ ফুলুরির চড়কতলা

তার মাঝে তুই দাঁড়ানছিলি

মহুলরঙা শাড়ি পরা ফুলপরী তুই দাঁড়ানছিলি

বেলা ডুবুডুবু মেলাতলায় বেলা কুথায়

আলাে কুথায়

তখনাে জ্বলেনি হ্যাজাক

তবু আচকা আলাের ঝলকানিতে

আলাে ঝলমল মেলাতলা

তাের নাকছাবিটা

তাের ঘাসফুলের ঐ নাকছাবিটা

আমি তখন চড়কতলায় কদমতলায়

বাঁশি হাতে চিকনকালা

তাের পড়ছে মনে

শুধু একটিবার যেমনি তাকালি তুই

তেমনি বাঁশি আপনি উঠল বাজে

সে না বাজালেও আপনি উঠল বাজে

তাের নাকছাবিটা চিড়িতন

চিড়িতন

তাতে ভালবাসার লাগলাে কালি

ও কালি লাগুক তবে জনমের মতন।

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।