মৃণাল বসুচৌধুরী

Somudre Nemeche Megh সমুদ্রে নেমেছে মেঘ – মৃণাল বসু চৌধুরী

সমুদ্রে নেমেছে মেঘ জলপরীদের ব্যতিব্যস্ত হাতের কাঁকনে আর কোন শব্দ নেই মাছেদের লুব্ধ চোখে নেই কোন উল্লাসিত কাম তুমি নেই ঝাউবন দিয়ে একা একা ছুটে যায় হাওয়া তােমার সান্নিধ্য ছাড়া উত্তাল সমুদ্র হঠাৎ উঠোনে এসে থামে।

Read MoreSomudre Nemeche Megh সমুদ্রে নেমেছে মেঘ – মৃণাল বসু চৌধুরী

যদি ফিরে আসি (কবিতা) – মৃণাল বসু চৌধুরী Jodi Fire Asi poem

যতটুকু দিতে পারো        দিও যেটুকু পারো না রঙীন কাগজে মুড়ে সেটুকুও রেখে দিও বিছানার নিচে যতটা এগোতে পারো               এসো যেটুকু পারো না সে দূরত্ব সঙ্গোপনে রেখে দিও উদাসীন চোখের ভেতরে যতটা…

Read Moreযদি ফিরে আসি (কবিতা) – মৃণাল বসু চৌধুরী Jodi Fire Asi poem

Ei To Petechi Hath Kobita এই তাে পেতেছি হাত – মৃণাল বসুচৌধুরী

এই তাে পেতেছি হাত দাও কতটুকু দিতে পারাে দেখি ঝাঁপির ওপরে কেন কাঁপছে আঙুল কেন ঠোঁটে শব্দহীন ভাষা পবিত্র নখের ম্লান নিয়ন্ত্রণে কেন স্তব্ধ শরীর মূৰ্ছনা তবে কি বিষগ্ন শীত রােমকূপ থেকে শুষে নেয় সমস্ত উষ্ণতা নাকি বসন্তের প্রবল উত্তাপ…

Read MoreEi To Petechi Hath Kobita এই তাে পেতেছি হাত – মৃণাল বসুচৌধুরী

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।