Somudre Nemeche Megh সমুদ্রে নেমেছে মেঘ – মৃণাল বসু চৌধুরী
সমুদ্রে নেমেছে মেঘ জলপরীদের ব্যতিব্যস্ত হাতের কাঁকনে আর কোন শব্দ নেই মাছেদের লুব্ধ চোখে নেই কোন উল্লাসিত কাম তুমি নেই ঝাউবন দিয়ে একা একা ছুটে যায় হাওয়া তােমার সান্নিধ্য ছাড়া উত্তাল সমুদ্র হঠাৎ উঠোনে এসে থামে।