Provate ekkhani chobi kobita : প্রভাতে এক খানি ছবি – মৃণালিনী সেন
( ১ ) প্রতিদিন আগেকারি মতঘুম ভাঙ্গে প্রভাতে যখন ;ব্যাকুল নয়নে চারিদিকেকারে যেন করি অন্বেষণ। কে যেন গো ছিল এক দিন,আর না দেখিতে পাই তায় ;খুঁজিবার তরে রেখে মোরেকে জানে সে গিয়েছে কোথায়। …
( ১ ) প্রতিদিন আগেকারি মতঘুম ভাঙ্গে প্রভাতে যখন ;ব্যাকুল নয়নে চারিদিকেকারে যেন করি অন্বেষণ। কে যেন গো ছিল এক দিন,আর না দেখিতে পাই তায় ;খুঁজিবার তরে রেখে মোরেকে জানে সে গিয়েছে কোথায়। …
আমার অতীত! আর আসিবে না ফিরে ?দেখিব না সে মধুর মুখ আর – ফিরে ?এখন ভাবিতে হবে শুধু কি স্বপন-সে সব অতীত কথা ? এ এবোধ মন-অতীতের সুখস্মৃতি পারে না বলিতেমিথ্যা শুধু ; – পারে না যে স্বপন ভাবিতে।কেমনে পারিবে…
কতনা অব্যক্ত-ভাব হৃদয়ে রয়েছে ভরাপ্রকাশিত করি সাধ, ভাষায় না দেয় ধরা!নাহি পারি বলিবারে, শুধুই বুঝেছি ভাবেহৃদয়ের কথা কি গো হৃদয়ে মিলায়ে যাবে?দু’টি অশ্রুধারা রূপে ফুটিয়া উঠিতে চায়,পাছে লোকে সে কথার কিছু অর্থ নাহি পায়,অথবা বুঝিতে এক – তারা বুঝে ফেলে…