মৃণালিনী সেন

Provate ekkhani chobi kobita : প্রভাতে এক খানি ছবি – মৃণালিনী সেন

             ( ১ ) প্রতিদিন আগেকারি মতঘুম ভাঙ্গে প্রভাতে যখন ;ব্যাকুল নয়নে চারিদিকেকারে যেন করি অন্বেষণ। কে যেন গো ছিল এক দিন,আর না দেখিতে পাই তায় ;খুঁজিবার তরে রেখে মোরেকে জানে সে গিয়েছে কোথায়।  …

Read MoreProvate ekkhani chobi kobita : প্রভাতে এক খানি ছবি – মৃণালিনী সেন

Amar otit kobita lyrics poetry : আমার অতীত – মৃণালিনী সেন

আমার অতীত! আর আসিবে না ফিরে ?দেখিব না সে মধুর মুখ আর – ফিরে ?এখন ভাবিতে হবে শুধু কি স্বপন-সে সব অতীত কথা ? এ এবোধ মন-অতীতের সুখস্মৃতি পারে না বলিতেমিথ্যা শুধু ; – পারে না যে স্বপন ভাবিতে।কেমনে পারিবে…

Read MoreAmar otit kobita lyrics poetry : আমার অতীত – মৃণালিনী সেন

Amar ridoy kobita Mrinalini Sen : আমার হৃদয় – মৃণালিনী সেন

কতনা অব্যক্ত-ভাব হৃদয়ে রয়েছে ভরাপ্রকাশিত করি সাধ, ভাষায় না দেয় ধরা!নাহি পারি বলিবারে, শুধুই বুঝেছি ভাবেহৃদয়ের কথা কি গো হৃদয়ে মিলায়ে যাবে?দু’টি অশ্রুধারা রূপে ফুটিয়া উঠিতে চায়,পাছে লোকে সে কথার কিছু অর্থ নাহি পায়,অথবা বুঝিতে এক – তারা বুঝে ফেলে…

Read MoreAmar ridoy kobita Mrinalini Sen : আমার হৃদয় – মৃণালিনী সেন

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।