Ami tomader kobi আমি তোমাদের কবি – মুহাম্মদ সামাদ
আমি তোমাদের কবি— তোমরা আমাকে নাও ছায়াঢাকা গাঁয়ের মাটির মসজিদ— সুরেলা আজান প্রাচীন মন্দির, উলুধ্বনি, কীর্তন, গাজনের গান পুরনো গির্জার ঘণ্টা, প্রণত প্রার্থনা, যিশুর বন্দনা কিয়াঙে কিয়াঙে জোড়হাতে— বুদ্ধং শরণং গচ্ছামি… লাল হালখাতা, হাওয়াই মিঠাই, চিনির হাতি-ঘোড়া…