Na tumi na ami kobita : না তুমি,না আমি – কমলেশ সেন
আমরা তা কেউ ছিলাম না
না তুমি
না আমি ।
আমরা দুজনই নিজের মধ্যে
পতাকা বয়ে বেড়িয়েছি,
কখনো রৌদ্রের সরণি ধরে হেঁটেছি
কখনো বা সমুদ্রের গর্জনে রেখেছি পা ।
তুমি বলতে
মনকে খুলে না ধরলে
ভিজে মন শুকোবে কী করে ।
ধরিত্রী নিয়ে তুমি আমাকে কবিতা লিখতে বলেছিলে ।
কবিতার ফলন যেন
আমরা পাঠাতে পারি জাহাজঘাটায়,
ক্রেনের শব্দে নামাতে পারি জাহাজের খোলে ।
আমরা দুজনই হাত ধরাধরি করে
জাহাজঘাটায় দাঁড়িয়ে দেখি
কবিতার চালান ।
বস্তা-বোঝাই হয়ে চালান যাচ্ছে
নিকারাগুয়ায়
গুয়েতেমালায় ।
ফিরতি চালানে
জাহাজভর্তি আসবে
গুয়েতেমালার চিত-আকাশ
নিকারাগুয়ার কার্তুজ-ভরা স্পানিশ কবিতা
রক্তে ভেজা গিটার ।
জাহাজঘাটায় হাত ধরাধরি করে
আমাদের মতো
দাঁড়িয়ে থাকবে ওরা দু’জন ।
পাশে রৌদ্রের বলয়
কার্তুজ-ভাঙা খোল
সমুদ্রের জল
এবং মাছের নিশীথ-গর্জন ।