Tumi oi odrisso minare তুমি ওই অদৃশ্য মিনারে – নবনীতা দেবসেন
দেখলুম, তুমি কী রকম আমার ঘাসের জমি থেকে বাতাসের ধাপে-ধাপে চরণ ঠেকিয়ে অদৃশ্য মিনারে উঠে গেলে। দেখলুম তুমি সেই মিনার-চুড়োয় সােনলি মেঘের তুলি দু-গালে বুলিয়ে নিয়ে সূর্যের আঙুল ছুঁয়ে শপথ জড়ালে আর আমি অকস্মাৎ পাহাড়ি রাস্তায় ধ্বসের…