Nirbason poem lyrics নির্বাসন কবিতা – সাদাত হোসাইন
মেঘের ভেতর বৃষ্টি খুঁজতে গিয়ে
আমি নির্বাসিত নিদাঘ দহনে
চাঁদের কাছে জোছনা ছাড়া আর কিছুই চাইনি
অথচ বৃষ্টি এলাে উত্তুরে হাওয়ায় পৌষের হিমে
আর এলাে অদ্ভুত কুয়াশায় ঢাকা বিবর্ণ চন্দ্রগ্রহণ
আমি তবু নির্বাসিত থেকে যাই।
কেউ কেউ বলে-
নির্বাসনের নামই নাকি মানবজনম।
Subscribe
0 Comments
Oldest