নীরেন্দ্রনাথ চক্রবর্তী

সোনালি বৃত্তে (কবিতা) - নীরেন্দ্রনাথ চক্রবর্তী Solali britte poem Narendranath Chakraborty

সোনালি বৃত্তে (কবিতা) – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

  একটুখানি কাছে এসেই দূরে যায় নোয়ানো এই ডালের ‘পরে                একটু বসেই উড়ে যায়। এই তো আমার বিকেলবেলার পাখি। সোনালি এই আলোর বৃত্তে                থেমে থাকি, অশথ…

Read Moreসোনালি বৃত্তে (কবিতা) – নীরেন্দ্রনাথ চক্রবর্তী
এ কেমন বিদ্যাসাগর - নীরেন্দ্রনাথ চক্রবর্তী a kemon Bidyasagor poem by Nirendranath Chakraborty

এ কেমন বিদ্যাসাগর – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

  আমার শৈশব, কৈশোর ও যৌবনের দিনগুলি আজ হাজার টুকরো হয়ে হাজার জায়গায় ছড়িয়ে আছে। আমার বালিকাবয়সী কন্যা যেমন নতজানু হয়ে তার ছিন্ন মালার ভ্রষ্ট পুঁতিগুলিকে একটি একটি করে কুড়িয়ে নেয়, আমিও তেমনি আমার ছত্রখান সেই বিখত জীবনের হৃৎপ্রদেশে নতজানু…

Read Moreএ কেমন বিদ্যাসাগর – নীরেন্দ্রনাথ চক্রবর্তী
Milito mrittu kobita Nirendranath Chakraborty মিলিত মৃত্যু - নীরেন্দ্রনাথ চক্রবর্তী

Milito mrittu kobita মিলিত মৃত্যু – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

  বরং দ্বিমত হও, আস্থা রাখ দ্বিতীয় বিদ্যায়। বরং বিক্ষত হও প্রশ্নের পাথরে। বরং বুদ্ধির নখে শান দাও, প্রতিবাদ করো। অন্তত আর যাই করো, সমস্ত কথায় অনায়াসে সম্মতি দিও না। কেননা, সমস্ত কথা যারা অনায়াসে মেনে নেয়, তারা আর কিছুই…

Read MoreMilito mrittu kobita মিলিত মৃত্যু – নীরেন্দ্রনাথ চক্রবর্তী
Moulik nishad kobita Nirendranath Chakraborty মৌলিক নিষাদ কবিতা নীরেন্দ্রনাথ চক্রবর্তী

Moulik nishad kobita মৌলিক নিষাদ কবিতা নীরেন্দ্রনাথ চক্রবর্তী

  পিতামহ, আমি এক নিষ্ঠুর নদীর ঠিক পাশে দাঁড়িয়ে রয়েছি। পিতামহ, দাঁড়িয়ে রয়েছি, আর চেয়ে দেখছি রাত্রির আকাশে ওঠেনি একটিও তারা আজ। পিতামহ, আমি এক নিষ্ঠুর মৃত্যুর কাছাকাছি নিয়েছি আশ্রয়। আমি ভিতরে বাহিরে যেদিকে তাকাই, আমি স্বদেশে বিদেশে যেখানে তাকাই–শুধু…

Read MoreMoulik nishad kobita মৌলিক নিষাদ কবিতা নীরেন্দ্রনাথ চক্রবর্তী
Holud alor kobita Nirendranath Chakraborty হলুদ আলোর কবিতা নীরেন্দ্রনাথ চক্রবর্তী

Holud alor kobita হলুদ আলোর কবিতা নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    দুয়ারে হলুদ পর্দা। পর্দার বাহিরে ধুধু মাঠ আকাশে গৈরিক আলো জ্বলে। পৃথিবী কাঞ্চনপ্রভ রৌদ্রের অনলে শুদ্ধ হয়। কারা যেন সংসারের মায়াবী কপাট খুলে দিয়ে ঘাস, লতা, পাখির স্বভাবে সানন্দ সুস্থির চিত্তে মিশে গেছে। শান্ত দশ দিক। দুয়ারে হলুদ…

Read MoreHolud alor kobita হলুদ আলোর কবিতা নীরেন্দ্রনাথ চক্রবর্তী
Desh dekharcho ondhokare kobita lyrics দেশ দেখাচ্ছ অন্ধকারে কবিতা

Desh dekharcho ondhokare দেশ দেখাচ্ছ অন্ধকারে কবিতা

  দেশ দেখাচ্ছ অন্ধকারেঃ এই যে নদী, ওই অরণ্য, ওইটে পাহাড়, এবং ওইটে মরুভূমি। দেশ দেখাচ্ছ অন্ধকারের মধ্যে তুমি, বার করেছ নতুন খেলা। শহর-গঞ্জ-খেত-খামারে ঘুমিয়ে আছে দেশটা যখন, রাত্রিবেলা খুলেছ মানচিত্রখানি। এইখানে ধান, চায়ের বাগান, এবং দূরে ওইখানেতে কাপাস-তুলো, কফি,…

Read MoreDesh dekharcho ondhokare দেশ দেখাচ্ছ অন্ধকারে কবিতা

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।