Noboborsho elo aji kobita lyrics নববর্ষ এল আজি কবিতা

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Noboborsho elo aji kobita lyrics নববর্ষ এল আজি কবিতা

 

নববর্ষ এল আজি

দুর্যোগের ঘন অন্ধকারে;

আনে নি আশার বাণী,

দেবে না সে করুণ প্রশ্রয়;

প্রতিকূল ভাগ্য আসে

হিংস্র বিভীষিকার আকারে—

তখনি সে অকল্যাণ

যখনি তাহারে করি ভয়।

যে জীবন বহিয়াছি

পূর্ণ মূল্যে আজ হোক কেনা;

দুর্দিনে নির্ভীক বীর্যে

শোধ করি তার শেষ দেনা।

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।