Omor asa kobita Birendra Chattopardhyay : অমর আশা – বীরেন্দ্র চট্টোপাধ্যায়
ক্ষমা করাে অনুপমা! তােমারে বুঝিয়াছিনু ভুল ;
অলস মস্তিষ্কে ছিলাে বুদ্ধিদীপ্ত বাক্যেরা নির্বাক!
অভাবে মরিচা পড়ে হৃদয়ের তীক্ষ ছুরিকায়।
অতীতের কথা মাের অতীতেই তাই ফিরে যাক।
আজ তুমি ফিরে এসাে, মুখােমুখী বসি আরবার,
ভালাে করে ও নয়নে এ ক্ষুধার্ত নয়ন মেলাই।
পুরাতন সব দ্বন্দ্ব, মানসিক মিথ্যা আভরণ
পরিত্যক্ত পড়ে থাক। চলাে মােরা ঘরে ফিরে যাই।
অলস মস্তিষ্কে ছিলাে বুদ্ধিদীপ্ত বাক্যেরা নির্বাক!
অভাবে মরিচা পড়ে হৃদয়ের তীক্ষ ছুরিকায়।
অতীতের কথা মাের অতীতেই তাই ফিরে যাক।
আজ তুমি ফিরে এসাে, মুখােমুখী বসি আরবার,
ভালাে করে ও নয়নে এ ক্ষুধার্ত নয়ন মেলাই।
পুরাতন সব দ্বন্দ্ব, মানসিক মিথ্যা আভরণ
পরিত্যক্ত পড়ে থাক। চলাে মােরা ঘরে ফিরে যাই।
যে প্রেম ঘুমায়েছিলাে ঈর্ষা-অন্ধ-মৌনবক্রতায়
তাহারে পৌরুষ দানাে,-মৃত্যুত্তীর্ণ মুক্তির ফসল!
চিত্ত তার মরুচারী অগ্নিগর্ভ তপ্ত লাভাস্রোত,
তােমার পশে হােক্ উজ্জীবন-সিক্ত সুনির্মল!
অশান্ত এ নগরীর ছিন্নপথে আমরা অমর
চিরদিন রহিব না জীর্ণদেহ, ভিন্ন যাযাবর।
Subscribe
0 Comments
Oldest