Onyovabe noy kobita lyrics : অন্যভাবে নয় – প্রণবেন্দু দাশগুপ্ত
কিছু হয়নি, কথার ভারে থেমে আছে,
দুলিয়ে দাও, তাকে কর দ্রাক্ষালতা,
তাকে ফোটাও অন্ধকারে আঁকাবাঁকা
মাঠের ওপর প্রতীক্ষিত সিসুগাছে-
কিছু হয়নি, আপাতত কিছু হয়নি।
ওরা ভীষন কথা বলে, ওরা কারা?
কিছু হয়নি, আকাশ-ভরা তারা জানে,
প্রেমিক দেখে প্রেমিকাটির ভীরু চোখে
ত্বরান্বিত , গাঢ় আয়না-
কিছু হয় না, অন্যভাবে কিছু হয় না ।।
Subscribe
0 Comments
Oldest