Pata gulo sunyo hole kobita : পাতা গুলো শূন্য হ’লে – বাণী নিয়োগী
পাতা গুলো শূন্য হ’লে
কেমন দেখায় বলো ।
কিছু কথা, কিছু গানে
শূন্য – পূর্ণ হ’লো ।
“হলো” কি গো ? হবে , হবে ।
চিন্তা কিছু নাই ।
যখন কিছু মনে হবে
লিখব বসে তাই ।
কেমন দেখায় বলো ।
কিছু কথা, কিছু গানে
শূন্য – পূর্ণ হ’লো ।
“হলো” কি গো ? হবে , হবে ।
চিন্তা কিছু নাই ।
যখন কিছু মনে হবে
লিখব বসে তাই ।
Subscribe
0 Comments
Oldest