Patar posak kobita lyrics : পাতার পোশাক (পরিশিষ্ট) – জয় গোস্বামী
ঐ যে প্রেমিক আর ঐ যে প্রেমিকা
প্রচুর ঘুমের পিল ব্যাগে নিয়ে ঘুপচি মতন হোটেলে উঠছে
ঐ যে যুবক আর ঐ যে যুবতী
ফলিডল শিসি নিয়ে চুপচাপ দরজা দিচ্ছে ঘরে
ঐ যে ছেলেটি আর ঐ যে মেয়েটি
রেললাইনের ধারে, ঝোপে ঝাড়ে, দাঁড়িয়ে রয়েছে সন্ধ্যেবেলা
দূরে
লোকালের আলো
আজ,কাল,পরশু,তরশু ওদের সবাইকেই
অপঘাতে মৃতরূপে খুঁজে পাওয়া যাবে…
ওরাতো মাস্টার-ছাত্রী,দেওর-বৌদি তো ওরা,
ওরা তো সুদূর সম্পর্কে ভাইবোন
লোকচক্ষু থেকে ওরা এই পথে বাইরে চলে এলো
আসলে, কখন ওরা হোটেলের ভ্যাপসা ঘর,
হাসপাতাল,মর্গ আর রেলখাল ছেড়ে
উঠে গিয়ে,
আকাশের একটুখানি পরে
বসতি তুলেছে – হ্যাঁ – জবর দখল।
সেখানে মেঘের তৈরী গাছ
সেখানে হাওয়ায় তৈরী কুটির -সেখানে
পাতা,শুধু পাতার পোশাক।
সে দেশেএখন
ছিন্ন ভিন্ন বৌটিকে ছবি এঁকে দিচ্ছে তার
রেলেকাটা কিশোর প্রেমিক
আঁচলে কষের রক্ত মুছিয়ে মেয়েটি বলছে :
তাহলে এবার একটা গান কর বটাই!
যুবকটি ছুঁয়ে ছুঁয়ে মুছে দিচ্ছে যুবতীর
সারা গায়ে মর্গের সেলাই।
আর এক মাথা গরম কবি,
এই মর্ত্যমাঠ থেকে উপরে তাকিয়ে
দেব-দেবীদের সঙ্গে সমানে হাঙ্গামা করছে
স্বর্গের এই জমিটুকু এক্ষুনি ওদের নামে
লিখে দেওয়া চাই!
প্রচুর ঘুমের পিল ব্যাগে নিয়ে ঘুপচি মতন হোটেলে উঠছে
ঐ যে যুবক আর ঐ যে যুবতী
ফলিডল শিসি নিয়ে চুপচাপ দরজা দিচ্ছে ঘরে
ঐ যে ছেলেটি আর ঐ যে মেয়েটি
রেললাইনের ধারে, ঝোপে ঝাড়ে, দাঁড়িয়ে রয়েছে সন্ধ্যেবেলা
দূরে
লোকালের আলো
আজ,কাল,পরশু,তরশু ওদের সবাইকেই
অপঘাতে মৃতরূপে খুঁজে পাওয়া যাবে…
ওরাতো মাস্টার-ছাত্রী,দেওর-বৌদি তো ওরা,
ওরা তো সুদূর সম্পর্কে ভাইবোন
লোকচক্ষু থেকে ওরা এই পথে বাইরে চলে এলো
আসলে, কখন ওরা হোটেলের ভ্যাপসা ঘর,
হাসপাতাল,মর্গ আর রেলখাল ছেড়ে
উঠে গিয়ে,
আকাশের একটুখানি পরে
বসতি তুলেছে – হ্যাঁ – জবর দখল।
সেখানে মেঘের তৈরী গাছ
সেখানে হাওয়ায় তৈরী কুটির -সেখানে
পাতা,শুধু পাতার পোশাক।
সে দেশেএখন
ছিন্ন ভিন্ন বৌটিকে ছবি এঁকে দিচ্ছে তার
রেলেকাটা কিশোর প্রেমিক
আঁচলে কষের রক্ত মুছিয়ে মেয়েটি বলছে :
তাহলে এবার একটা গান কর বটাই!
যুবকটি ছুঁয়ে ছুঁয়ে মুছে দিচ্ছে যুবতীর
সারা গায়ে মর্গের সেলাই।
আর এক মাথা গরম কবি,
এই মর্ত্যমাঠ থেকে উপরে তাকিয়ে
দেব-দেবীদের সঙ্গে সমানে হাঙ্গামা করছে
স্বর্গের এই জমিটুকু এক্ষুনি ওদের নামে
লিখে দেওয়া চাই!
Subscribe
0 Comments
Oldest