Thoter rong terakota kobita : ঠোটের রং টেরাকোটা – পিনাকী ঠাকুর
তােমার রত্নগুহার ম্যাপ এখনও খুঁজে পাইনি এদিকে শ্যাওলা জমে যাচ্ছে আমার শরীরে !রাতের পর রাত ঘুরে বেড়িয়েছি মৃত শহরের রাস্তায় খেলতে গিয়ে মরতে বসেছি চিনেপাড়ার ঝাপসা গলিতে দোকান থেকে পার্ক স্ট্রিটের কবর লালদিঘির পাশে আলেয়া দুর্গের ধ্বংসাবশেষরাখালদাস বন্দ্যোপাধ্যায় থেকে হিস্ট্রি চ্যানেল… আমার চোখে শ্যাওলা…