প র মা (কবিতা) – মন্দাক্রান্তা সেন Poroma poem Mandacranta Sen
জঙ্ঘা নাভি জিহ্বা আর নিতম্ব গুছিয়ে নিয়ে ব্যাগে
পথের সীমানা টপকে পা রেখেছি ঢালু গৃহত্যাগে
উঠোনে পুরুষপুষ্প, প্রথাসিদ্ধ পরাগ ও বৃতি
আমাকে ডেকেছে তবু অরণ্যের পরমা প্রকৃতি
এপাশে মিথ্যের ক্ষেত, লজ্জাঘেন্নাভয়ের আবাদ
ওদিকে ইচ্ছের মতাে চিত হয়ে শুয়ে আছে খাদ
ইচ্ছে খুবই বুদ্ধিমতী, আমার দশা সে সবই জানে
উচ্ছন্নে যাওয়ার লােভে বেরােচ্ছি কীসের অভিযানে।
যে জানে না সে জানে না, আকাশ বাতাস জেনে নিক
গার্হস্থ্য আমার বিষ, আমি উগ্র প্রকৃতিপ্রেমিক
হ্যাঁ, পুরুষ নয়, আজ তােরই সঙ্গে বেড়াব, সজনি
স্তনের গােমুখ শৃঙ্গ, পার্বত্য হ্রদের মতাে যােনি…
Subscribe
0 Comments
Oldest