Posa doyeler shis kobita পোষা দোয়েলের শিস – আল মাহমুদ

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

পোষা সে দোয়েল এসে বন্ধ চোখে ঠোট ঘষে কয়।
ওরে ও মামুদ কানা, চোখ মেলে দেখবে না ভোর ?
ললাটে পাখির নাচে অকস্মাৎ কেটে গেলে ঘোর
চেয়ে দেখি লেজঝোলাস্বপ্ন কিংবা দৈববাণী নয় ।
পাখি সেই দুঃসাহসী, কালো চঞ্চু, তীক্ষ তার শিস
উষার প্রার্থনা সেরে পিঠ রেখে নিজের শয্যায়
যখন মুদেছি চোখ অকস্মাৎ হাড়ে ও মজ্জায়
ঢুকেছে পাখির শিস, ডাক নয় আল্লার আশিস ।
অন্ধের তো শব্দই সম্বল । অকস্মাৎ পাখিটির ডাক
চোখের পাপড়ি দুটি খুলে দিয়ে কৃপণ আলোর
যতটা শুষতে পারে চেখে নিয়ে দেখে এক অফুরন্ত ভোর
অনন্তে অপেক্ষমাণ, চতুর্দিকে আলোর মৌচাক ।
পাখিটি ললাট ছেড়ে বসে গিয়ে লাউয়ের মাচায়
মুক্তপ্রাণে গান গায় । আমি আছি নিজের খাচায় ।

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।