Pouttalik poem পৌত্তলিক (ভালোবেসেছিলাম একটি স্বৈরিণীকে) কবিতা
ভালোবেসেছিলাম একটি স্বৈরিণীকে
খরচ ক’রে চোদ্দ সিকে।
স্বৈরিণীও ভালোবাসা দিতে পারে
হিসেবমতো উষ্ণ নিপুণ অন্ধকারে।
তাকে এখন মনে করি।
কৃষ্ণ-কৃষ্ণ হরি-হরি।
কী নাম ছিল? সঠিক এখন মনে তো নেই;
আয়ুর শেষে স্মৃতি খানিক খর্ব হবেই।
গোলাপী? না তরঙ্গিনী? কুসুমবালা?
যাক গে, খোঁপায় বাঁধা ছিল বকুলমালা;
ছিল বুঝি দুচোখে তার কাজলটানা;
চোদ্দ সিকেয় ছুঁয়েছিলাম পরীর ডানা।
এখন আমি ডানার গন্ধে কৌটো ভরি;
কৃষ্ণ-কৃষ্ণ হরি-হরি।
অন্ধ কিছু দেখে না তার কণ্ঠ পারে
ফুল ফোটাতে অন্ধকারে।
অন্ধকারে যে গান বানাই একলা হাতে
সুদূর সরল একতারাতে,
সে গান কোথায় ভাষা পেল,স্বচ্ছ ভাষা?
মূলে আমার চোদ্দ সিকের ভালোবাসা।
জলের তলায় মস্ত একটা আকাশ ধরি
কৃষ্ণ-কৃষ্ণ হরি-হরি।।