Projonmo kobita lyrics poetry : প্রজন্ম – অর্চনা আচার্যচৌধুরী

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—
প্রজন্ম - অর্চনা আচার্যচৌধুরী

 

আজ আমি গৃহে থেকে পরবাসী এক।
যে দুঃখী মেয়েটি শালুক আঁচলে ভরে
পার হয় সাঁকো, আমার চেয়েও ধনী সে যে
রামধনু কল্পনায় সাতরঙা তার মনের আকাশ।
একদিন মুখখানি ঢলঢলে হবে- লাবন্যে সে প্রকৃতির নিয়মেই
রোগাভোগা এই মেয়ে যাবে প্রেমের জোয়ারে ভেসে
আর সঙ্গে ভাসিয়ে নেবে কত পুরুষহৃদয়।
তারপর তারও ঘরসংসার হবে, কোলভরে
কলহাস্য করবে তার নাতি-নাতনি-সন্তান-সন্ততি।

মনের মঞ্জুলে ঢুকে চলে যাই আমি
সেইদিনে, নতজানু হয়ে সব স্তাবকের দল
প্রেম ভিক্ষা করেছিলো সংরক্ত যৌবনে।
অতীত মন্থনে কোনো ফলশ্রুতি আছে কি এখনও?
সম্মুখে আমার আজ বিশাল সংসার।
বারান্দায় সহকর্মীদের ভিড়, ছাত্রীদের ব্যস্ত আনাগোনা,
এই মেয়েরাই রাতে সলতে হয়ে জ্বলে ওঠে, দিনমানে তারা
কলকন্ঠ পাখি।।

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।