প্রথম প্রত্যয় – নবনীতা দেবসেন

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—
 বৃষ্টিতে ওড়ালাে পর্দা,
 পর্দা ওড়ে, শ্রাবণ-সকাল
 সব দরজা খুলে যায় পিছনের পথে
 শুকনাে পাতা ভিজে,
 পদচিহ্ন ঢেকেছে শৈবাল।
 বৃষ্টিতে পেতেছি মুখ,
 সিক্ত কেশে ঢেকেছি শরীর
 এবার উপরে চোখ তুলে
 প্রথম প্রত্যয়ে বলি।
 অসংকোচ নির্ভার আলােয় :
 -সব গেছি ভুলে।

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।