প্রথম প্রত্যয় – নবনীতা দেবসেন
বৃষ্টিতে ওড়ালাে পর্দা,
পর্দা ওড়ে, শ্রাবণ-সকাল
সব দরজা খুলে যায় পিছনের পথে
শুকনাে পাতা ভিজে,
পদচিহ্ন ঢেকেছে শৈবাল।
বৃষ্টিতে পেতেছি মুখ,
সিক্ত কেশে ঢেকেছি শরীর
এবার উপরে চোখ তুলে
প্রথম প্রত্যয়ে বলি।
অসংকোচ নির্ভার আলােয় :
-সব গেছি ভুলে।
Subscribe
0 Comments
Oldest