Soroth poem lyrics by Rabindranath শরৎ (কবিতা) – রবীন্দ্রনাথ ঠাকুর
এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার ‘পরে,- সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। আমলকী-বন কাঁপে — যেন তার বুক করে দুরু দুরু – পেয়েছে খবর পাতা-খসানোর সময় হয়েছে শুরু। শিউলির ডালে কুঁড়ি ভ’রে এল, টগর ফুটিল মেলা, মালতীলতায়…