সিঁড়ির ওপরে সিঁড়ি – রথীন্দ্র মজুমদার
১ সিঁড়ির ওপরে সিঁড়ি পা রাখি ধীরে, খুব ধীরে শরীরের ধাপ, স্থির অন্ধকারের স্রোত, উৎস, পেতে চাই সারারাত নারী, হে দেবী, চলি, চলি, দুই পাড় চোখের স্তব্ধতা, রক্তের উৎসার ঠোঁট রাখি পাতায়। ফুল ফুটে উঠছে, সিঁড়ির ওপরে সিঁড়ি সারারাত! ২…