Ovirup tomake poem অভিরূপ তোমাকে কবিতা – রুদ্র গোস্বামী
ঘরে ফেরা কি এতটা কঠিন ? ঘর তো আর আকাশ নয়, ফিরতে গেলে পাখি হতে হয়। পাখির মতো দুটো ডানা থাকতে হয়। পায়ে হেঁটে এতো দূরেও যাওয়া যায় অভিরূপ ? যেখান থেকে ফিরতে গেলে আকাশ পেরুতে হয় ? শূন্য অপেক্ষায়ও…
ঘরে ফেরা কি এতটা কঠিন ? ঘর তো আর আকাশ নয়, ফিরতে গেলে পাখি হতে হয়। পাখির মতো দুটো ডানা থাকতে হয়। পায়ে হেঁটে এতো দূরেও যাওয়া যায় অভিরূপ ? যেখান থেকে ফিরতে গেলে আকাশ পেরুতে হয় ? শূন্য অপেক্ষায়ও…
ভীষণ একলা হয়ে যাচ্ছি আরও দূর আমি একলা হেঁটে যাচ্ছি সমুদুর আয় একটিবার তুই সন্ধ্যা নামার আগে আয় একটিবার তুই বুকের বারান্দায় আয় একটি বার তুই অভিমানে রাগে আয় একটিবার তুই বাকবিতণ্ডায় তােকে বুঝতে থাকার চেষ্টায় আমি পেরুচ্ছি রােদুর আমি…
ওই যে ছেলেটাকে দেখছ, পছন্দ মতো ফুল ফুটল না বলে মাটি থেকে উপড়ে ছুঁড়ে ফেলে দিলো গাছটাকে ? ছেলেটার ভীষণ জেদ , ও কখনও প্রেমিক হতে পারবে না । এই তো সেদিন কাঁচের জানালা দিয়ে রোদ ঢুকছিল বলে কাঁচওয়ালার…