Khub kache eso na kobita খুব কাছে এসো না কবিতা
খুব কাছে এসো না কোনো দিন যতটা কাছে এলে কাছে আসা বলে লোকে এ চোখ থেকে ঐ চোখের কাছে থাকা এক পা বাড়ানো থেকে অন্য পায়ের সাথে চলা কিংবা ধরো রেল লাইনের পাশাপাশি শুয়ে অবিরাম বয়ে চলা । যে…
খুব কাছে এসো না কোনো দিন যতটা কাছে এলে কাছে আসা বলে লোকে এ চোখ থেকে ঐ চোখের কাছে থাকা এক পা বাড়ানো থেকে অন্য পায়ের সাথে চলা কিংবা ধরো রেল লাইনের পাশাপাশি শুয়ে অবিরাম বয়ে চলা । যে…
এতো সহজেই ভালোবেসে ফেলি কেন! বুঝি না আমার রক্তে কি আছে নেশা— দেবদারু-চুলে উদাসী বাতাস মেখে স্বপ্নের চোখে অনিদ্রা লিখি আমি, কোন বেদনার বেনোজলে ভাসি সারাটি স্নিগ্ধ রাত? সহজেই আমি ভালোবেসে ফেলি, সহজে ভুলিনা কিছু- না-বলা কথায়…
সব কথা হয়ে গেলে শেষ শব্দের প্লাবনে একা জেগে রবো নির্জন ঢেউ, ভেসে ভেসে জড়াবো নিজেকে। শরীরের সকল নগ্নতায় আমি খেলা কোরে যাবো, তীর ভেবে ভেঙে পড়বো আমার যৌবনে। কথা কি শেষ হয়ে যায়-সব কথা? নাকি বুকের ভেতরে…
তােমার না-থাকা ভালােবেসে কিছু ভুলকে বেঁধেছি বলে, কিছু বলো নাই-ভুল বৃক্ষকে অবাধে দিয়েছে বাড়তে। তুমি কি জানতে ওই তরু নয় স্বাস্থ্যোপযােগি, ওতো সেই বিষবৃক্ষ। তুমি কি জানতে ওই ভুল বােধ কতােখানি ক্ষতি নষ্ট! তাহলে আমার ভুল নির্মান করােনি তা কেন…
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ পূর্ব বাংলার সাহিত্য জগতের একটি উল্লেখযোগ্য নাম। তাঁর রচিত “ভালো আছি ভালো থেকো” কবিতা অথবা গানটি পাঠক ও গায়ক মহলে বিশেষ জনপ্রিয়তা রয়েছে। বিশেষজ্ঞদের মতে জানা যায় তাঁর স্ত্রী বর্তমানে বিতর্কীত লেখিকা তসলিমা নাসরিনের উদ্দেশ্যে লিখিত সুইসাইড…
সেই থেকে মনে আছে- কপালের ডানপাশে কালাে জ্বন্মজরুল, চুলের গন্ধে নেমে আসা দেবদারু-রাতে কতােটা বিভাের হতে পারে উদাস আঙুল, সেই প্রথম অভিজ্ঞতা, সেই প্রথম ভুল। অথবা ভুলের নামে বেড়ে ওঠা সেই প্রেম, সেই পরিচয়, আমি তাকে নিসঙ্গতা বলি। তুমি…