সাগর সঙ্গমে – ভবানীপ্রসাদ মজুমদার

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Sagor songome (Sagor sagor Vidyasagar) Bhavaniprasad Majumder সাগর সঙ্গমে (সাগর সাগর বিদ্যাসাগর) ভবানীপ্রসাদ মজুমদার

 

সাগর! সাগর ! বিদ্যাসাগর ! নেই সাগরের শেষ

আজো সবাই তাই খুঁজে পাই তোমার জ্ঞানের রেশ!

সাগর! সাগর! দয়ার সাগর! বিশাল তোমার মন

বীরসিংহের সিংহশাবক সবার আপনজন!!

 

সাগর ! সাগর ! গুণের সাগর ! যায় না দেওয়া দাম

মানব-মনের মণিকোঠায় থাকবে লেখা নাম !

বিদ্যাসাগর ! দয়ার সাগর ! গুণের সাগর তুমি

তোমার নামে মুগ্ধ মানুষ, শুদ্ধ ভারতভূমি !!!

 

মূক-মুখে দাও ভাষা তুমিই যোগাও আলো-আশা

মনের কোনে স্বপ্ন বোনে তোমার ভালবাসা !

বিদ্যাসাগর, তোমার কাছে আমরা সবাই ঋণী

দুঃখে-সুখে সবার বুকে থাকবে চিরদিনই !!

 

বীরসিংহের সিংহশিশু সত্যি তুমি বীর

তোমার নামে শহর-গ্রামে তাই জমে আজ ভীড় !

ঠাকুরদাস আর ভগবতীর দরিদ্র দীন ছেলে

পরিশ্রম আর অধ্যবসায় দিয়েই জীবন পেলে !!

 

লাঞ্ছিত আর বঞ্চিতদের জন্যে জ্বেলে আলো

ঘুঁচিয়ে আঁধার বিঘ্ন-বাধার অশিক্ষা-মেঘ কালো !

ছিলে আছো থাকবে তুমি সত্যি সবার প্রিয়

দয়ার সাগর বিদ্যাসাগর শ্রদ্ধা-প্রণাম নিও !!

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।