বিস্মৃতি – সমর সেন
ভুলে যাওয়া গন্ধের মতো কখনো তোমাকে মনে পড়ে হাওয়ার ঝলকে কখনো আসে কৃষ্ণচূড়ার উদ্ধত আভাস। আর মেঘের কঠিন রেখায় আকাশের দীর্ঘশ্বাস লাগে। হলুদ রঙের চাঁদ রক্তে ম্লান হ’লো, তাই আজ পৃথিবীতে স্তব্ধতা এলো, বৃষ্টির আগে শব্দহীন গাছে যে-কোমল, সবুজ…