সঙ্কেতময়ী – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—
মুকুরে বসিয়া বেণী বাঁধিতেছ, আঁচল পড়েনি খসে’ ।
যদি আজ যাই, নিশ্চয় চোখ ভরিবে না সন্তোষে ।
         আজি তুমি কত দূরে –
শুভকামনার প্রদীপ জ্বালিবে একদিন সিন্দূরে !
দু’হাত বাড়ায়ে আকাশ চেয়েছি, চেয়েছি বসুন্ধরা,
একদা চমকি’ চাহিয়া দেখিব, তুমি এসে দেছ ধরা ।
আকাশ আনিয়ো অঞ্চল ভরে’, সাগর সাশ্রুচোখে,
স্বল্পক্ষণের তরে মোরে নিয়ো কবির কল্পলোকে ।
         কোমল দেহাবরণে
সুধার সৌধ লুকায়ে রাখিয়ো অপরিচয়ের ক্ষণে ।
সঙ্কেতময়ী ! প্রার্থনা করি, হ’য়ো না অবিষ্কৃত,
তোমার মাঝারে যেন অনুভবি – জীবন অপরিমিত ।
         বড়ো ক’রে দাও ঘর,
অরণ্য হ’তে এনো লাবণ্য – চঞ্চল মর্মর ।
ঊষার ভূষণ কোথা পাব, তারা করি নাই, আহরণ,
এতদিন শুধু স্বপ্ন দেখেছি – তাই কোরো আভরণ ।
         অপার সে পারাবার-
গভীর অগাধ স্বাদ নিয়ে এসো অপরিপূর্ণতার ।।

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।