Poem ghor by Sankha Ghosh ঘর (কবিতা) – শঙ্খ ঘোষ
কখনাে মনে হয় তুমি ধানখেতে ঢেউ, তারই সুগন্ধে গভীর তােমার উদাত্ত-অনুদাত্তে বাঁধা দেহ, প্রসারিত, হিল্লোলিত আমি ডুবে যাই নিবিড়ে নিমগ্ন বৃষ্টিরেণুর মতাে, শিউরে ওঠে সমস্ত পর্ণকণা জীবনের রােমাঞ্চে, ধূপের ধোঁয়ার মতাে মাটির শরীর জাগে কুণ্ডলিত কুয়াশায় তারই কেন্দ্রে তুমি, তুমি…