অস্থি মজ্জা মাংস ইত্যাদি – শান্তি লাহিড়ী
বিস্মৃতি শান্তি বুকে আসে, তোমাকে কুড়াই দুৰ্বা ঘাসে। তোমাকে কুড়াই সিঁড়ি, গাড়িবারান্দায়, চিলেকোঠা তোমাকে কিশোরকোল থেকে টেনে আনি যৌবনতলায় তোমার উল্কি আঁকা কাগজের নৌকা বেসে যায়। ভালবাসা এসেছিলে একা একা অন্ধের কৃপাণে । ধার ছিল মাথামুন্ডু কখন নীরবে কেটে গেছে…