Sashoker proti Joy Goswami শাসকের প্রতি কবিতা জয় গোস্বামী
আপনি যা বলবেন
আমি ঠিক তাই করব
তাই খাব
তাই পরব
তাই গায়ে মেখে বেড়াতে যাব
কথাটি না বলে
বললে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকব সারা রাত
তাই থাকব
পরদিন যখন বলবেন
এবার নেমে এসো
তখন কিন্তু লোক লাগবে আমাকে নামাতে
একা একা নামতে পারব না
ও টুকু পারিনি বলে
অপরাধ নেবেন না যেন
Subscribe
0 Comments
Oldest