Sedin choitro mash poem সেদিন চৈত্রমাস কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Sedin choitro mash kobita lyrics সেদিন চৈত্রমাস কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর

 

প্রহরশেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস-

তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।।

এ সংসারের নিত্য খেলায় প্রতিদিনের প্রাণের মেলায়

বাটে ঘাটে হাজার লোকের হাস্য-পরিহাস-

মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ।।

আমের বনে দোলা লাগে, মুকুল প’ড়ে ঝ’রে-

চিরকালের চেনা গন্ধ হাওয়ায় ওঠে ভ’রে।

মঞ্জরিত শাখায় শাখায়, মউমাছিদের পাখায় পাখায়,

ক্ষণে ক্ষণে বসন্তদিন ফেলেছে নিশ্বাস-

মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ।।

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।