Sedin poem Sadat Hossain সেদিন কবিতা – সাদাত হোসাইন
আমার একদিন সব হবে-
খাঁ খাঁ রােদে তােমার মতােন, অমন একটা ছাতা হবে
বাদল দিনে বৃষ্টিভেজা, নীল মলাটের খাতা হবে।
ভােরের বেলা পা ডুবাতে, ঘাসফুলেদের মেলা হবে
যখন তখন কষ্টগুলাে ঘুমপাড়ানি বেলা হবে।
আমার একদিন সত্যি হবে-
রােদ পােহানাে চাদরখানা, শীত সকালে আমার হবে
নীল যে বােতাম আজ ছিড়ল, সেও সেদিন ঐ জামার হবে।
উলের ভেতর চুপটি থাকা, অপেক্ষারাও ক্লান্ত হবে।
ক্লান্ত হাতে একখানা হাত, স্পষ্ট ছুঁয়ে কথা হবে
শুকিয়ে যাওয়া স্বপ্নগুলাে সবুজ তরু, লতা হবে?
আমার একদিন সত্যি হবে-
পথের ধুলাের ঝড়ে, গন্ধমাখা আঁচল হবে।
আয়নাজুড়ে চুপিসারে, চোখভর্তি কাজল হবে।
হঠাৎ নামা সন্ধ্যে বেলায়, আলসেমিতে আদর হবে।
বুকের ভেতর লুকিয়ে থাকা, চুপ শিশুটি বাদর হবে।
রাত দুপুরে মাথার নিচে, একটা মাত্র নালিশ হবে।
তােমার অমন ওঠার সিঁড়ি, হয়তাে সেদিন নামার হবে
কিংবা সেদিন আমি ছাড়া, আর সকলি আমার হবে।