Sesh drishya kobita lyrics : শেষ দৃশ্য – ফল্গু বসু
মেঘ ছিঁড়ে গেলে চলচ্চিত্রে আশা পারেখ গান গায়
মেঘের ভেতরে সে গান সত্যিই দেখার মত
বাটিক প্রিন্টের শাড়ীরা ভাসে
মিনিবাসের জানালায়; শুকনো ঘাসের ওপর
বৃষ্টিই পড়লে ঘাম ঝরাতে ঝরাতে
শেষ দৃশ্যেও ঝড়ের সাথে পাল্লা দিয়ে উড়ে যায়
পাখি সিং ড্রাইভার ।
Subscribe
0 Comments
Oldest