Shima kobita Sudhasatta Basu সীমা – শুদ্ধসত্ব বসু

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—
আমাকে নামিয়ে দাও এখানে, বিকেলে
আমাকে নিও না আর অনির্দিষ্ট উত্তাল উজানে,
সমুদ্র কাছেই হবে, কিছু দূর গেলে
এমনি আঁকড়ে ধরবে তরঙ্গে-কল্লোলে-গানে,
আমি তার থেকে মুক্তি পাব না কখনো ;
তার চেয়ে এখানে নামিয়ে দাও, এই নদী
বহুক চিরটা কাল ধমনীতে। শোনো,-
অসীম থাকনা দূরে, নাগালের অনেক বাইরে।
নদীর এ স্বচ্ছ প্রেম, মানুষের অনুভব ছুঁয়ে ছেনে
প্রবাহিত ; তবু, তবু হায় –
নিজেকে সে টেনে
অকূল সমুদ্র চায়।
দুই তীরে এত পেয়ে,- এত দিয়ে ভরে নি অন্তর ;
সীমা নয় অসীমেই মিলতে উৎসুক!
আমি ঠিক বিপরীত তার, পথ নয়, তাই ঘর
উপাস্য আমার, প্লেটনিক প্রেম নয়, বাস্তবতা মেনেছি যে সুখ!

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।