সিঁড়ির ওপরে সিঁড়ি – রথীন্দ্র মজুমদার
১
সিঁড়ির ওপরে সিঁড়ি
পা রাখি ধীরে, খুব ধীরে
শরীরের ধাপ, স্থির
অন্ধকারের স্রোত, উৎস, পেতে চাই
সারারাত
নারী, হে দেবী, চলি, চলি, দুই পাড়
চোখের স্তব্ধতা, রক্তের উৎসার
ঠোঁট রাখি পাতায়।
ফুল ফুটে উঠছে, সিঁড়ির ওপরে সিঁড়ি
সারারাত!
২
আমি ঠোঁটে আঙুল রেখেছি
দ্যাখাে, এই যে এদিকে
সিঁড়ির ওপরে সিঁড়ি, তুমি উঠে গেলে
আর কিছু নয়
শুধু ধুলােয় রােদ্দুর, ঝরা পাতা
ওপরের দিকে যে নিশ্বাস, সে কি
স্বক্রিয় দেবান, তােমার শরীর
পথ জুড়ে মানুষ, ব্যস্ততা
এরই মধ্যে তুমি চলে যাও!
Subscribe
0 Comments
Oldest