Ei Prem poem Subha Dasgupta এই প্রেম (কবিতা) – শুভ দাশগুপ্ত
বলতে বলতে এক সময় ফুরিয়ে এল কথা তারপর হিরন্ময় আশ্চর্য নীরবতা। চরাচর রুদ্ধশ্বাস প্রহর কেটেছে পায়ের আঙুল থেকে কপালের রেখাচিত্র সবটুকু জুড়ে স্রোতের সঙ্গীত নিয়ে কী যেন জেগেছে। নীরবতা এত বেশি, এতটাই বেশি এর চেয়ে চুম্বনের শব্দ ছিল ভালাে –…