সুধীন্দ্রনাথ দত্ত

Saswati kobita poem lyrics শাশ্বতী কবিতা - সুধীন্দ্রনাথ দত্ত

Saswati poem lyrics শাশ্বতী কবিতা – সুধীন্দ্রনাথ দত্ত

    শ্রান্ত বরষা, অবেলার অবসরে, প্রাঙ্গণে মেলে দিয়েছে শ্যামল কায়া ; স্বর্ণ সুযোগে লুকোচুরি-খেলা করে গগনে-গগনে পলাতক আলো-ছায়া। আগত শরৎ অগোচর প্রতিবেশে ; হানে মৃদঙ্গ বাতাসে প্রতিধ্বনি : মূক প্রতীক্ষা সমাপ্ত অবশেষে, মাঠে, ঘাটে, বাটে আরব্ধ আগমনী। কুহেলীকলুষ, দীর্ঘ…

Read MoreSaswati poem lyrics শাশ্বতী কবিতা – সুধীন্দ্রনাথ দত্ত

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।